বাংলাদেশে পোষাক শিল্পের কারখানায় কর্ম পরিবেশ নিরাপদ নয় এমোনটাই মনে করে য়ুরোপিয় য়ুনিয়ন। শুধু তাই নয়,শ্রম অধিকার রক্ষা কার্যক্রমেও সন্তুষ্ট নয় তারা। জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ূর রহমান চৌধুরী।
চারদিনের সফরে ঢাকা পৌঁচেছেন ইসলামি সম্মেলন সংস্থা OIC-র নব নিযুক্ত মহাসচীব আইয়াদ আল মাদানী।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচীবের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা শরনার্থী সমস্যার সমাধানে OIC ভূমিকা পালনে আগ্রহি বলে অভিমত ব্যক্ত করেন তিনি । জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ।ak report
চারদিনের সফরে ঢাকা পৌঁচেছেন ইসলামি সম্মেলন সংস্থা OIC-র নব নিযুক্ত মহাসচীব আইয়াদ আল মাদানী।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচীবের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা শরনার্থী সমস্যার সমাধানে OIC ভূমিকা পালনে আগ্রহি বলে অভিমত ব্যক্ত করেন তিনি । জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ।ak report