বাংলাদেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে-বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী।
মালয়েশিয়া এখন থেকে সব খাতেই বাংলাদেশি শ্রমিকদের যেতে পারার বিষয়টি চুড়ান্ত করেছে-দু’ দেশের মধ্যে এ বিষয়ে নিস্পত্তি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা থেকে আমির খসরু তাঁর রিপোর্টে।
বাংলাদেশে, সরকার, সংবিধানের ষোড়শ সংশোধনী আনার যে সিদ্ধান্ত নিয়েছে, তারই বিশ্লেষন করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রধান- বিশিষ্ট আইনবীদ ডক্টর শা’দীন মালিক ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে।তাঁর সঙ্গে কথা বলেন ভয়েস অফ এ্যামেরিকার ঢাকা সংবাদদাতা আমির খসরু।