অ্যাকসেসিবিলিটি লিংক

উৎকোচ গ্রহণের দায়ে ভিওএ’র হাওসা বিভাগের ১৫ জন সদস্য বরখাস্ত


ভয়েস অফ আমেরিকা এ মর্মে গতকাল এক ঘোষণায় জানিয়েছে যে হাোসা ভাষা বিভাগের অর্ধেকের ও বেশি লোককে তারা চাকুরিচ্যূত করেছে কিংবা করার প্রস্তাব করেছে। এর আগে একটি তদন্তে পাওয়া গেছে যে ঐ বিভাগের কয়েকজন , পশ্চিম আফ্রিকায় একজন বিদেশী কর্মকর্তারা কাছ থেকে অন্যায় ভাবে অর্থ গ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত ভয়েস অফ আমেরিকার পরিচালক , আমান্ডা বেনেট এই দপ্তরের ইমেইলে ভয়েস অফ আমেরিকার সকল কর্মিকে জানান যে গভীর বেদনার সঙ্গে আপনাদের জানাতে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের প্রযোজ্য আইন অনুযায়ী আমরা হাওসা ভাষা বিভাগের ১৫ জন সদস্যকে বরখাস্ত করেছি কিংবা বরখাস্ত করার প্রস্তাব দিয়েছি।

বেনেট বলেন যে ভয়েস অফ আমেরিকার স্টাফ এবং অফিস অফ দ্য ইন্সপেক্টার জেনারেল . ঐ বিভাগের সদস্যদের অনুচিত ব্যবহার , যার মধ্যে ছিল্ ঐ কভারেজ এলাকার একজন কর্মকর্তারা কাছ থেকে অন্যায্য ভাবে অর্থ আদায় সম্পর্কে তদন্তের পর এই ব্যবস্থা নেওয়া হয়।

এই বিভাগ প্রতি সপ্তায় প্রধানত নাইজেরিয়া কিন্তু নিজার , ঘানা , চাদ ও ক্যামেরন এর প্রায় দু কোটি জনগণের উদ্দেশ্য অনুষ্ঠান প্রচার করে থাকে।

XS
SM
MD
LG