ভারতে , লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্যে এবার এ্যামেরিকার প্রাইমারি প্রথার পরিক্ষামুলক প্রয়োগের সূচনা করলো কংগ্রেস দলিয় নেতৃত্ব – এ বিষয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত ।
পশ্চিম বঙ্গের নাবালিকা-নাবালক পাচার রোধে রাজ্যের প্রত্যন্ত ও সীমান্তবর্তী জেলা ও গ্রামগুলোয় পাচার রোধ করতে সচিত্র পরিচয় পত্র চালু করতে চলেছে পশ্চিম বঙ্গ সরকার – জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায় ।
পশ্চিম বঙ্গের নাবালিকা-নাবালক পাচার রোধে রাজ্যের প্রত্যন্ত ও সীমান্তবর্তী জেলা ও গ্রামগুলোয় পাচার রোধ করতে সচিত্র পরিচয় পত্র চালু করতে চলেছে পশ্চিম বঙ্গ সরকার – জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায় ।