আজ পয়লা জানুয়ারী ২০১৯। সবাইকে শুভ নববর্ষ। সেইসাথে ভয়েস অফ আমেরিকা বাংলার ৬১তম জন্মদিন। এই বিশেষ দিনে আমরা স্বাগত জানাই নতুন বছরকে, সেই সাথে শুভেচ্ছা জানাই ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সব শ্রোতা এবং কর্মীকে। আমরা কথা বলেছি শিল্পী-সংগীতকার তাজুল ইমাম, জনপ্রিয় শিল্পী শুভ্রদেব, নৃত্যশিল্পী ডলি ইকবালের সাথে, সেইসাথে আমাদের কয়েকজন শ্রোতার সাথে। তারা সবাই জানিয়েছেন বাংলা বিভাগের জন্য তাদের আবেগের কথা, ভালবাসার কথা। নতুন বছরে কামনা করেছেন শান্তি আর মানবতার জয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ভয়েস অফ আমেরিকার আহসানুল হক।