অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে ফিরতি নির্বাচনের ভোট গণনা শুরু


আফগানিস্তানে ভোটগননা শুরু হয়েছে। সেখানে দুই প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং আশরাফ গানির মধ্যে ফিরতি নির্বাচনে ভোটাররা নতুন প্রেসিডেন্ট বেছে নেন।

জুলাই মাসের ২ তারিখে প্রাথমিক নির্বাচনের সরকারি ফলাফল জানা যাবে বলে অনুমান করা হচ্ছে।

শনিবার নির্বাচনে প্রচুর সংখ্যক মানুষ ভোট দিতে যান। যদিও তালেবান ভোটগ্রহণে বিঘ্ন ঘটানোর জন্য সহিংসতার হুমকী দেয়। স্বরাষ্ট্র মন্ত্রনালয় রাস্তার পাশে রাখা বোমা ও রকেট হামলা সহ ১৫০টি হামলার খবর দেয়। চরমপন্থীদের আক্রমনে বহু মানুষ মারা গেছে তবে সবচাইতে মারাত্মক হামলায় একটি বাস উড়িয়ে দেওয়া হয় এবং তাতে ১১ জন প্রাণ হারায়। তাদের মধ্যে ছিলেন কয়েকজন নির্বাচন কর্মী যারা ভোটকেন্দ্রগুলো থেকে ফিরছিলেন।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, রোববারের ভোটে ৭০ লক্ষ ভোটার অংশ নেয়। হোয়াইট হাউস, ভোটারদের অভিনন্দন জানিয়েছে ভোটদানে সাহসিকতার পরিচয় দেবার জন্যে। হোয়াইট হাউস আরো বলেছেন, আফগান গণতন্ত্রের জন্যে এই ভোট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
XS
SM
MD
LG