অ্যাকসেসিবিলিটি লিংক

নন্দীগ্রামে ভোটগ্রহণপর্ব শেষ হয়েছে


নন্দীগ্রামে ভোটগ্রহণপর্ব শেষ হয়েছে গতকাল সন্ধ্যায়, কিন্তু তার রেশ আজও সমানভাবেই রয়ে গিয়েছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলে যাচ্ছেন তিনি বিপুল ভোটে জিতবেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি জিতবেন এবং জিতে যারা যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের সবাইকে দেখে নেবেন। ওদিকে তৃণমূলে সদ্য যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহার নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধিদল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়ে কেন্দ্রীয় বাহিনী নন্দীগ্রামে বিজেপির হয়ে কাজ করেছে বলে অভিযোগ জানিয়েছে। বাম ও কংগ্রেস জোটও কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে, তবে তাদের অভিযোগ শুধু বিজেপি নয়, তৃণমূলের বিরুদ্ধেও।

নন্দীগ্রামে ভোটগ্রহণপর্ব শেষ হয়েছে
please wait

No media source currently available

0:00 0:01:36 0:00
সরাসরি লিংক

আজ উত্তরবঙ্গে নির্বাচনী সফরে গিয়ে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছাপ্পা ভোট দিয়ে, বুথ দখল করে, তৃণমূল কংগ্রেসের এজেন্টদের বুথের মধ্যে ঢুকতে না দিয়ে বিজেপি ভেবেছে আমাকে হারাবে। কিন্তু আমি সেরকম মানুষ না। আমি ভোটে জিতে এদের প্রত্যেককে টেনে টেনে বার করে আনব। ওদিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ভোটের প্রচার করতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 'দিদি দিদি' বলে যে ব্যঙ্গ করেছেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার তীব্র প্রতিবাদ করেছেন। একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলকে তিনি বলেছেন, "বিজেপির এটাই ঘরানা। তারা কোনও মহিলাকে সম্মান জানানোর কথা ভাবতে পারে না। এমনকি একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকেও এমনভাবে ঠাট্টা করতে পারেন, যাতে মনে হয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নন, একটা রকবাজ ছেলে, যে সামনে দিয়ে যে কোনও মহিলা যান, তাঁদের আওয়াজ দেয়, টিটকারি দেয়।"

এইসব নিয়ে পশ্চিমবঙ্গে ভোটের বাজার সরগরম হয়ে রয়েছে।

XS
SM
MD
LG