অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে ভোট গ্রহণ চলছে, ক্ষমতাসীন দল নতুন সূচনার প্রত্যাশায়


জাপানের প্রধানমন্ত্রী,ফুমিও কিশিদা যিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিরও প্রেসিডেন্ট, অন্যান্য নেতাদের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন, ফাইল ছবি ১৮ই অক্টোবর, ২০২১/ছবি ইসেই কাটো/এপি
জাপানের প্রধানমন্ত্রী,ফুমিও কিশিদা যিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিরও প্রেসিডেন্ট, অন্যান্য নেতাদের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন, ফাইল ছবি ১৮ই অক্টোবর, ২০২১/ছবি ইসেই কাটো/এপি

জাপানে রবিবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী, ফুমিও কিশিদা জয়ী হবার আশা করছেন। তিনি করোনা মহামারী ক্লান্ত জনগণকে ব্যায়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর দীর্ঘকালীন ক্ষমতাসীন রক্ষণশীল দলের জন্য নতুন এক সূচনা আশা করছেনI

ইয়োশিহিদে সুগা মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর এক মাস আগে পদত্যাগ করলে, কিশিদাকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি বা LPD 'র নেতা হিসাবে মনোনীত করা হয়I অংশত কভিড সঙ্কটে জনগণের অসন্তোষের কারণে সুগা পদত্যাগ করেনI

জাপানে রেকর্ড সংখ্যক সংক্রমণের কারণে টোকিও অলিম্পিক্স অনুষ্ঠান দর্শকহীনভাবে করতে হয়, তবে সংক্রমণের হার এখন কমেছে এবং বেশির ভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছেI

বিশ্লেষকেরা জানান, এই পরিস্থিতি যদিও ভোটারদের হতাশা কিছুটা কমিয়ে আনবে, তবে LPD দল, যারা ১৯৫০ সাল থেকে প্রায় অব্যাহতভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আছে, সম্ভবত তারা কিছুটা আসন হারাতে চলেছে এবং হয়তোবা তাদের জন্য নেতৃত্বদানকারী সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা কষ্টকর হবেI

৬৪ বছর বয়সী, কিশিদা, বিশ্বের তৃতীয় অর্থনীতিতে মহামারীর প্রভাবের বিরুদ্ধে বহু ট্রিলিয়ন ইয়েনের নতুন প্রণোদনা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছেনI এছাড়াও তিনি তথাকথিত "নতুন পুঁজিবাদের" আওতায় আরো স্বচ্ছভাবে সম্পদ বিতরণের কর্মসূচি দিয়েছেনI

মুডি এনালিটিক্স'র উর্ধতন অর্থনীতিবিদ,স্টেফান অনগ্রিক বলেন, জাপানের ১০ কোটি ৬০ লক্ষ ভোটার "নতুন প্রধানমন্ত্রীর ব্যাপারে তেমন উৎসাহিত নন"I

দুর্বল রেটিং'র কারণে কিশিদা বাধা এবং সমন্বিত বিরোধিতার মুখে ; কিন্তু কভিড পরিস্থিতির উন্নতি এবং উন্নয়নের সম্ভাবনা তাঁর অনুকূলে রয়েছেI সংসদের নিম্ন কক্ষের নির্বাচনে সমগ্র জাপান থেকে ১,০৫১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

XS
SM
MD
LG