জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী বিশ্বে এখন করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা সতেরো লক্ষেরও বেশি এবং এতে প্রাণহানি ঘটেছে এক লক্ষেরও বেশি মানুষের। তবে জনস্বাস্থ্য বিষয়ক অনেক বিশেষজ্ঞই মনে করছেন যে মৃতের সংখ্যা আরো বেশি হবে কারণ পোস্ট মর্টেম পরীক্ষা খুব সীমিত। এর কারণে মারা যাচ্ছেন এমন লোক সর্বত্র চিহ্নিত করা হচ্ছে না এবং গৃহহীন মানুষ ও রয়েছেন এদের মধ্যে, আর রয়েছে অন্যান্য কারণও।
যেমন যুক্তরাষ্ট্রের Centers for Disease Control and Prevention যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণহানির মোট সংখ্যা, প্রকৃত সংখ্যার চেয়ে কম। সেখানে কেবল সেই সব মৃত্যুর কথা বলা হয়েছে যা গবেষনাগারে পরীক্ষা করে বোঝা গেছে। গতকাল যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক লোক প্রাণ হারিয়েছেন। জন্স হপকিন্সের হিসেবে এক দিনেই নতুন করে দু'হাজারেরও বেশি লোক মারা গেছেন। যুক্তরাষ্ট্রই হচ্ছে এখন বিশ্বে এই ভাইরাসের কেন্দ্রস্থল, এখানে পাঁচ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন। তবে নিউইয়র্কের গভর্ণর বলেছেন যে তিনি সতর্কতার সঙ্গেই আশাবাদি যে নিউইয়র্কে এই রোগের বিস্তার কমে আসবে। তিনি বলেন, ক্রমহ্রাসমান সংখ্যা দেখে তাঁর তাই মনে হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবারই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরকে নির্দেশ দিয়েছেন ইটালিকে এই সংকট মোকাবিলায় সাহায্য করতে।