অ্যাকসেসিবিলিটি লিংক

যৌন কেলেঙ্কারিতে বিনি বানসাল অভিযুক্ত


WALMART সংস্থা জানিয়েছে ভারতে তাদের অংশীদার সংস্থা, FLIPKART 'র সিইও, ৩৭ বছর বয়সী, বিনি বানসাল পদত্যাগ করতে বাধ্য হয়েছেন I বিনি বানসাল'র পদত্যাগ Walmart সংস্থার জন্য এক সমূহ ক্ষতি, কারণ Walmart ভারতে আমাজন'র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে I বিনি বানসালই হচ্ছেন ভারতে “MeToo” আন্দোলনের সর্বশেষ শিকার I

তনুশ্রী নামের একজন অভিনেত্রী ভারতে যৌন কেলেঙ্কারির অভিযোগ তোলার পর এই কেলেগকারীর জ্বালে পড়েছেন বহু নামি-দামী চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও সাংবাদিক I প্রখ্যাত কয়েকজন হচ্ছেন, সাংবাদিক তথা মন্ত্রী, এম,জে আকবার, অভিনেতা নানা পাটেকার, চলচ্চিত্র নির্মাতা সুভাষ গাই প্রমুখ I

XS
SM
MD
LG