অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়ার 'টিগরে' অঞ্চলে যুদ্ধাহত শিশুদের ভয়াবহ জীবন 


২০২০ সালের নভেম্বর থেকে ইথিপিয়ার 'টিগরে' অঞ্চলে যুদ্ধ চলছেI 'ডক্টরস উইথআউট বর্ডারস' সংস্থা জানায়, সেখানে ১৫%'র কম স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র এখন স্বাভাবিকভাবে চলছে এবং বেশির ভাগ কেন্দ্রে লুটপাট চালানো হয়েছে বা সেগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছেI সংস্থাটি জানায়, অকেজো করার লক্ষ্যে বেশির ভাগ কেন্দ্রে ইচ্ছাবশতঃ হামলা চালানো হয়I

এসব স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত শিশু ও ধর্ষণের শিকার এমন রোগীরা চিকিৎসার জন্য আসেন,তবে সামান্যই চিকিৎসা সেবা পেয়ে থাকেনI ১৫ বছরের বালিকা, 'বারিহা' টিগরে সংঘাতে একটি চোখ হারিয়েছে এবং অন্য চোখটি তার চিরতরে অন্ধI তবুও চিকিৎসার খোঁজে, ২ সপ্তাহ পায়ে হেটে সে 'মেকলে''র শিশু কেন্দ্রে এসে পৌঁছায়I

এই শিশু কেন্দ্রে তার আগেই অপেক্ষায় ছিল গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে, শার্পনেল এবং স্থলমাইনের আঘাতে অঙ্গ-প্রতঙ্গ হারানো বহু শিশুI এই শিশু কেন্দ্রে পৌঁছাবার আগে একটিমাত্র চিকিৎসা সে পেয়েছিলো, যা ছিল তার ক্ষতকে ধোয়ার জন্য শুধু পানিI

ইথিওপিয়া সরকার যুদ্ধ অবসানের দাবি করে থাকে এবং জানায় তাদের যুদ্ধ, 'টিগরে পিপলস লিবারেশন ফ্রন্ট'র বিরুদ্ধে, যারা তাদের হারানো অঞ্চলগুলি ফিরে পেতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই অব্যাহত রেখেছেI

XS
SM
MD
LG