অ্যাকসেসিবিলিটি লিংক

পোল্যান্ডে বেলারুশের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে বিক্ষোভ


বেলারুশের লুকাশেঙ্কো সরকারের প্রতি তিরস্কার জানিয়ে পতাকা হাতে ওয়ারশ'তে জনগণের বিক্ষোভ
৮ই অগাস্ট, ২০২১-এপি1.
বেলারুশের লুকাশেঙ্কো সরকারের প্রতি তিরস্কার জানিয়ে পতাকা হাতে ওয়ারশ'তে জনগণের বিক্ষোভ ৮ই অগাস্ট, ২০২১-এপি1.

পোল্যান্ডে নির্বাসিত বেলারুশের অনেক নাগরিকসহ শত শত মানুষ পার্শ্ববর্তী বেলারুশে রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে ওয়ারশতে এক বিক্ষোভে অংশ নেনI বেলারুশের কথিত কারচুপিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বার্ষিকীর প্রাক্কালে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়I

বহু প্রতিবাদকারী বেলারুশের বিরোধী দলের লাল সাদা পতাকা বহন করছিলেন, যে পতাকা এখন বেলারুশে নিষিদ্ধIজনগণ ধ্বনি দেন "বেলারুশ দীর্ঘজীবী হোক"I তাদের প্রতিবাদে ২০২০ সালের ৯ই আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনের কথা তুলে ধরা হয় I ঐ নির্বাচনে আলেক্সান্ডার লুকাশেঙ্কো ষষ্ঠবারের জন্য প্রেসিডেন্টনির্বাচিত হনI তবে বিরোধী ও পশ্চিমী বিশ্লেষকেরা ঐ নির্বাচনকে জালিয়াতিপূর্ণ বলে ধিক্বার জানায়I

ঐ নির্বাচনে ভোট চুরি সন্দেহে বেলারুশে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয় এবং সেই সঙ্গে লুকাশেঙ্কো সরকার প্রতিবাদকারী, ভিন্নমতাবলম্বী এবং স্বাধীনগণমাধ্যমের বিরুদ্ধে নিপীড়্রনের মাত্রা বৃদ্ধি করে I ৩৫ হাজারের বেশি লোককে গ্রেফতার এবং হাজার হাজার প্রতিবাদকারীকে মারধর ও কারাদণ্ড দেয়া হয় I

মধ্য ওয়ারশ থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিল মার্কিন এবং রুশ দূতাবাসের সামনে দিয়ে ওয়ারশ-র দক্ষিণাঞ্চলে বেলারুশের দূতাবাসের দিকে এগিয়ে যায়।

(এপি)

XS
SM
MD
LG