অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটনে নির্বাচন উত্তর রাজনীতিতে সমঝোতা প্রয়াস


যুক্তরাষ্ট্রে নির্বাচন পরবর্তী পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে দেখা যায় কংগ্রেসে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ আগের মতোই রেপাবলিকানদের হাতে রয়েছে – সেনেট সভা রয়ে গিয়েছে ডেমোক্র্যাটদেরই নিয়ন্ত্রণে – ইতিমধ্যে পয়লা জানূয়ারী থেকেই ৬০ হাজার কোটি ডলারের কর ছাঁটাই ও ব্যয় সংকোচ বন্দোবস্ত বলবত হবার কথা – তার আগেই দু’ দলকে একটা সমঝোতায় পৌঁছুতে হবে – নচেত বত্সরান্তে সংকট দেখা দেবে বলে হূঁশীয়ারি উচ্চারিত হচ্ছে । প্রেসিডেন্টের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে এখন এই বিষয়টিই ,বলা হচ্ছে তাই । রেপাবলিকানদের অবস্থান হলো - কর ছাঁটাই করতে হবে সর্ব স্তরে – ডেমোক্র্যারা বলছেন , আড়াই লক্ষ ডলারের বেশি বাত্সরিক পারিবারিক আয় যাঁদের তাঁদের বেশি হারে কর দিতে হবে । এই যে আর্থনীতিক সংকটের আশংকা করা হচ্ছে , এটা নিয়ে এবং সেই সঙ্গে নতুন ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ কিছু কিছু দফতরে রদবদলের কথা শোনা যাচ্ছে - যেমন অর্থ মন্ত্রণালয় , পররাষ্ট্র মন্ত্রণালয় - প্রতিরক্ষা মন্ত্রণালয় – এতে করে সার্বিক তত্পরতায় যেমন অর্থনৈতিক কর্মকান্ডে , পররাষ্ট্র নীতিতে , নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে কিনা – এসব নিয়ে আলোচনা করেছেন নিউ ইয়র্ক প্রবাসী অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান । তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait
Embed

No media source currently available

0:00 0:06:19 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG