পশ্চিমবঙ্গের বাজিশিল্পে অনিশ্চয়তার ছোয়া। রাজ্যের বৃহত্তম বাজি বাজার শহিদ মিনার লাগোয়া ময়দানে বসার অনুমতি দিল না সেনা কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে বাজি প্রস্তুতকারক ও খুচরো বিক্রেতাদের মধ্যে। এরই মধ্যে রাজ্য সরকার কলকাতার চারটি পয়েন্টে বাজি বাজার বসার তড়িঘড়ি শুরুর ব্যবস্থা করছে। এই বাজারগুলি হবে- টালা পার্ক, বেহালা ময়দান, পাটুলি ও বিজয়গড়। অন্যদিকে সুপ্রিম কোর্ট দু’ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি দিলেও মাত্রাছাড়া শব্দবাজি যাতে না ফাটে তা নিয়ে বহুতলের ছাদে এ বছর বাড়তি নজরদারি করবে কলকাতা পুলিশ।একইসঙ্গে বিশেষ টহলদারি ভ্যান ও কুইক রেসপন্স টিমও দীপাবলির ক’দিন রাস্তায় নামাচ্ছে রাজ্য ও ও কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার।
প্রসঙ্গত বলা যেতে পারে শহিদ মিনার লাগোয়া ময়দানে প্রতি বছর বাজির বিরাট বাজার বসে। কালীপুজোর এক সপ্তাহ আগে থেকে দীপাবলি পর্যন্ত চলে এই বাজার। কিন্তু বাজার বসাতে ময়দানের মাঠের জন্য এবার অনুমতি না মেলায় পুলিশও বাজি বিক্রেতাদের পসরা নিয়ে বসার অনুমতি দিতে পারছে না। সে কথা মাথায় রেখেই টালা পার্ক ও বেহালায় ময়দানের বাজি বিক্রেতাদের ভাগ করে বসানোর ব্যবস্থা করা হয়েছে । সেই বাজি বাজার বসবে আগামী পয়লা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত ।