পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশায় জাতীয় সড়কের ওপর উল্টে যাওয়া ট্রাকে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছিল। এই অভিযোগে ওড়িশার বেরহামপুরে একটি ট্রাকে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ জনতা।
ঘটনাটি ঘটেছে স্থানীয় গোলান্থারা এলাকার কাছে। তবে ঘটনাস্থল থেকে পালিয়েছে ট্রাকের চালক ও খালাসি।বিহার থেকে মুম্বই যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। তখন একটি প্যাকেট বাইরে ছিটকে পড়ে। স্থানীয় মানুষ অভিযোগ করেন, তাতে গোমাংস রয়েছে, ট্রাকে করে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরেই ট্রাকে আগুন দেন তাঁরা। চালক ও খালাসির গ্রেফতার চেয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক।ট্রাকের কয়েকটি প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে প্যাকেটের ভেতরের মাংসের ফরেনসিক তদন্ত হবে।