ভারতের অসমের মাটিতে ফের শক্তিশালী হয়ে উঠছে সন্ত্রাসবাদী সংগঠন উলফা। কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধীতাকেই হাতিয়ার করে মাটি শক্ত করছে সন্ত্রাসবাদী ঐ সংগঠন। এঘটনায় উদ্বিগ্ন অসম পুলিশ। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।
পরমাশিষ ঘোষ রায়- নতুন করে জঙ্গী সংগঠন উলফা মাথাচাড়া দিয়ে ওঠার কি কি কারন, অসম পুলিশের মন্তব্য কি? নতুন করে বেশ কিছু ছেলে মেয়ে ঐ জঙ্গী সংগঠনে নাকি নাম লিখিয়েছেন, তা বিষয়ে কিছু জানা গেছে কিনা? অসমের রাজনৈতিক বিশেষজ্ঞদের মন্তব্য কি? কেন্দ্রীয় সরকারের তরফে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা?-- এমন নানা প্রশ্নের জবাব দিয়েছেন।