কলকাতা মেডিকেল কলেজের ছাত্রদের অনশন অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই অনশনরত ছাত্রদের পাশে দাঁড়িয়েছে চিকিৎসকদের তিনটি সংগঠন। নতুন করে অনশনে যোগ দেন ১১ জন বর্তমান ও ২০ জন সাবেক শিক্ষার্থী। বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজের অনশনরত ছাত্রদের আন্দোলন নয় দিনে গিয়ে পড়লো।
গতকাল বুধবার রাতেই এমার্জেন্সি কলেজ কাউন্সিলের বৈঠক ডাকে কর্তৃপক্ষ। কিন্তু এই বৈঠকে কোন সমাধান সূত্র বের না হওয়ায় বরং জটিলতা আরো বেড়ে গেছে। ছাত্রদের দাবি, কলেজ কর্তৃপক্ষ তাঁদের দাবি মানছে না। এসব বিষয় নিয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।