অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের রাজপথে অস্ত্র ছাড়াই তাজিয়া মিছিল


আজ মহরম। সৃষ্টি-ধ্বংসের পরম্পরাই এই জগতের নিয়ম। মহরম মাসের দশম দিনের ইতিহাস সেই পরম্পরার সাক্ষী। আর ইতিহাসকে স্মরণ করেই কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গের রাজপথে বেরোলো তাজিয়া মিছিল।

আজ কলকাতার রাজপথে মহরমে উপলক্ষ্যে তাজিয়া নিয়ে শোভাযাত্রায় অনেক জায়গাতেই চোখে পরলো অস্ত্র ছাড়াই মিছিলে হাটলো শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। যদিও কোথাও কোথাও অস্ত্র হাতে নিয়ে তাজিয়া মিছিল চোখে পড়ে। যদিও এর আগেই অস্ত্র হাতে না নিয়ে তাজিয়ার শোভাযাত্রায় যোগদান করার আবেদন রেখেছিলেন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের।

একটি প্রেস বিবৃতি জারি করে ধর্মপ্রাণ মুসলিমদের মহরমে শান্তিপূর্ণ মিছিল করতে আবেদন করেন সংগঠনটি। সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া আবেদন করেন, আজ শুক্রবার মহরমের দিন মিছিল করুন অস্ত্রছাড়াই। কারণ মহরম শোক পালনের দিন। শোকপালনের জন্য এদিন মিছিলে হাঁটেন মুসলিমরা। যদিও রাজ্যের বিভিন্ন জেলা শহরের রাজপথে এবং কলকাতা শহরের রাজপথেও এদিন অস্ত্র ছাড়াই তাজিয়া মিছিল চোখে পড়ে, আবার কোথাও কোথাও চলে লাঠি খেলাও। একই চিত্র ছিল রাজ্যের বিভিন্ন জেলাতেও।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG