পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে বাঙালী হিন্দুদের দুর্গাপূজো ক্রমেই এক বিশাল সরকারী উৎসবে পরিণত হয়েছে। আর দুর্গোৎসবের শেষ হলো প্রতিমা বিসর্জনের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। তবে সে শোভাযাত্রার অর্থায়ন নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার নানা দিক জানতে কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী’র সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।
শোভাযাত্রায় ৭৪টি পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে অংশগ্রহণ করেছে। কিন্তু এদের বাছাই করা হয়েছে কীভাবে? কলকাতার মানুষ ছাড়াও বিদেশী অতিথিরাও কি এটি দেখতে গিয়েছিলেন? এর অর্থায়ন নিয়ে কোন প্রশ্ন উঠেছে কিনা? নদীতে প্রতিমা বিসর্জনের ফলে যে দূষণ হয়, তা রোধে কোন ব্যবস্থা করা হয়েছে কিনা? --এসব প্রশ্নের জবাব দিয়েছেন দীপংকর চক্রবর্তী।