অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে জোটবদ্ধ করতে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস


ভারতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগামী ১৯ জানুয়ারি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট করতে ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য বিজেপির বক্তব্য, স্বাধীনতার পর থেকে রাজ্য সংখ্যালঘুরা সবসময়ই বঞ্চিত।

এসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম। পরমাশিষ ঘোষ রায়- সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেস নেতা আর কি বলেছেন, আগামী লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মূল কর্মসূচী কি, ব্রিগেডের সমাবেশকে সার্থক করতে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি'র কি বক্তব্য কি-- এসব প্রশ্নের উত্তর দিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:08:23 0:00

XS
SM
MD
LG