অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি’র রথযাত্রা কর্মসূচিতে কাটছাঁট


ভারতে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপি’র রথযাত্রা কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, চার জাগয়া থেকে বের হবে রথ।

প্রসঙ্গত বলা যেতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি'র রথযাত্রার কর্মসূচির বিষয়টি নিয়ে মামলা হওয়ায় এখনো পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আজ মঙ্গলবার শীর্ষ আদালতে রাজ্যের তরফে একটি রিপোর্ট দেওয়া হয়। তাতে রথযাত্রায় রাজ্যে অশান্তি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রথযাত্রা মামলায় শীর্ষ আদালতও রাজ্যকে নোটিশ পাঠায় এবং রাজ্যের মতামত জানতে চায় শীর্ষ আদালত।

এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সূত্রের খবর কোচবিহার, গঙ্গাসাগর, কোচবিহার থেকে যে রথ বেরোবে, তা আগেই নির্ধারিত ছিল। নতুন জায়গা হিসাবে উঠে এসেছে মেদিনীপুরের নাম। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, আগামী ১৬ই জানুয়ারি রাজ্যে আসছেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে তাঁর। সম্ভবত সেদিনই কোচবিহার থেকে রথের উদ্বোধন করতে পারেন অমিত শাহ।

সেই সঙ্গে খবর আগামী ১৫ই জানুয়ারি মঙ্গলবার ফের শীর্ষ আদালতে এই মামলার শুনানি। সম্ভবত ঐদিনই চূড়ান্ত রায় দিতে পারে শীর্ষ আদালত।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG