কেন্দ্রীয় সরকারের সংগে সখ্যতা গড়ে তুললেও বিজেপির সংগে যে দুরত্ব বজায় বাখবে তা ষ্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন পশ্চিম বঙ্গের বিধান সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিধান সভায় এক বক্তৃতায় মুখ্যমন্ত্রীর বলেন; ‘তারা ধর্ম গুরু কে শ্রদ্ধা করেন; দাঙ্গা গুরুকে নয়’। শুনুন কলকাতা থেকে পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্ট।