কলকাতায় গতকাল থেকে শুরু হওয়া দু'দিনের বিশ্ববঙ্গ শিল্প বাণিজ্য সম্মেলনর দ্বিতীয় অর্থাৎ শেষ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী কয়েক বছরে কুড়ি লক্ষ কর্মসংস্থান হবে পশ্চিমবঙ্গে।
এর মধ্যে রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার শিল্পপতি মুকেশ আম্বানির লগ্নিতেই এক লক্ষ কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মূলত মোবাইল পরিষেবা ও উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান হবে। এবারের বিশ্ববঙ্গ শিল্প বাণিজ্য সম্মেলনকে ‘টপ অফ দ্য টপ’ বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দিনের পর আজ সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতেই এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখনও পর্যন্ত প্রায় দু'লক্ষ কুড়ি হাজার কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। সব মিলিয়ে কুড়ি লক্ষ কর্মসংস্থান হবে। মোবাইল পরিষেবা, স্মার্ট অ্যাপ, উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে প্রতি বিভাগে এক লক্ষ করে কর্ম সংস্থান হবে।