পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি-লিট দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কিন্তু আজ বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি বছরের গত এগারোই জানুয়ারিমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এনিয়ে বিরোধীরা যখন কটাক্ষ ছুড়ে দিচ্ছিল তখন অনুষ্ঠান মঞ্চ থেকে আবেগের মোড়কে তাঁদের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এই সম্মান নিয়েও তাঁকে কম অসম্মানিত করার চেষ্টা হয়নি। সাম্মানিক ডি লিট নেবেন কিনা, তা নিয়েও দ্বন্দ্বে ছিলেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।এই চাপানউতোরের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি-লিট দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেন রঞ্জুগোপাল মুখোপাধ্যায় নামে এক শিক্ষাবিদ। তাঁর সওয়াল ছিল, মুখ্যমন্ত্রীকে ডি-লিট দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয়। এর কারণ স্পষ্ট নয়। একাধিক জায়গায় বিতর্ক আছে।
যদিও,কলকাতা হাইকোর্টেরভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই মামলা খারিজ করে জানিয়ে দেয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি লিট দেওয়ার সিদ্ধান্তে কোনও সাধারণ মানুষের ক্ষতি হয়নি। এর সঙ্গে জনস্বার্থ জড়িত নয়। এটা আদালতের বিচার্য বিষয় নয়। প্রয়োজনীয় সমস্ত পক্ষকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়নি। তাই মামলা খারিজ করা হল বলেও তাঁরা জানিয়েদেন।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।