অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গের পুলিশ কর্তা ডক্টর নজরূল ইসলামের লেখা বই ‘মূসলমানদের করণীয়’ নিয়ে বিতর্ক ।


ভারতীয় পুলিশ সার্ভিস আই পি এস অন্তর্গত কর্মকর্তা ডক্টর নজরূল ইসলাম নিয়মিতভাবে লেখেন । তাঁর লেখা উপন্যাস , প্রবন্ধ –নিবন্ধ তাঁকে পাঠক সমাজে লেখক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে । পশ্চিম বঙ্গের মূসলমানদের আর্থ সামাজিক অবস্থার বিবরণ ছাড়াও প্রবীন এ পুলিশ কর্তা – পরিচিত সাহিত্যিক ডক্টর নজরূল ইসালম তাঁর সর্ব সাম্প্রতিক বই ‘মূসলমানদের করনীয়’ বইয়ে বিতর্কিত কিছু মন্তব্যেরও সন্নিবেশ ঘটিয়েছেন বলে মনে করেন কেউ কেউ । বইটি নিয়ে যে বিতর্ক তারই সূত্র ধরে প্রতিক্রিয়া-পাল্টা প্রতিক্রিয়া শোনা যাচ্ছে বেশ আর তা নিয়েই আমরা কথা বলি প্রখ্যাত সাহিত্যিক সূনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ।
please wait

No media source currently available

0:00 0:03:50 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG