সোমবার থেকে রাজ্যজুড়ে কোভিড বিধিনিষেধ জারি করছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গে গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। রবিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেছেন, সোমবার থেকে সারা পশ্চিমবঙ্গে নাইট কারফিউ জারি করা হচ্ছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়াকড়ি চলবে।
নাইট কারফিউ চলাকালীন অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে বের হওয়া যাবে না। ভিতরেই থাকতে হবে সকলকে। গাড়িও চলবে না রাস্তায়।
এর আগেও রাজ্যে নাইট কারফিউ জারি করা হয়েছে একাধিকবার। সোমবার থেকে কঠোরভাবেই সারা রাজ্যে নাইট কারফিউ পালন করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
রাজ্যের সমস্ত মানুষকে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। মাস্ক যারা পরবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাবধান করেছেন মুখ্যসচিব।
সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। দোকান-বাজার, শপিং মল রাত ১০টা পর্যন্তই খোলা থাকবে।
লোকাল ট্রেন সন্ধে সাতটা পর্যন্ত চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। মেট্রোতেও যাত্রীসংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। তবে মেট্রোর ক্ষেত্রে কোনও সময়সীমা নির্দিষ্ট করে বলা হয়নি। আলাদা করে বাস চলাচলের প্রসঙ্গও উত্থাপন করা হয়নি।