পশ্চিমবঙ্গে 'ডেঙ্গু ম্যাপিং' করা শুরু করলো বেলেঘাটার কেন্দ্রীয় সরকারি গবেষণা সংস্থা নাইসেড। কোথায় কোথায় প্রতি বছর রোগ বেশি হয়, তা জানার অন্যতম বিজ্ঞানসম্মত উপায় হল 'ডিজিজ ম্যাপিং'। ডেঙ্গুর ক্ষেত্রে সে কাজ এবার শুরু করল কেন্দ্রীয় সরকারের চিকিৎসা গবেষণা সংক্রান্ত আইসিএমআর-এর এই সংস্থা। এই খবর জানিয়েছেন নাইসেড অধিকর্তা ডাঃ শান্তা দত্ত। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।