ভারতের রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম প্রার্থী কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। আজ সোমবার বিকাশ রঞ্জন বাবুর মনোনয়নপত্র স্ক্রুটিনির পর তা বাতিল বলে ঘোষণা করেন নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার।
বিকাশ রঞ্জন ভট্টাচার্যর হলফনামাও গ্রহণ করেনি নির্বাচন কমিশন। গত ২৮ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন নির্ধারিত সময়ের পর বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনোনয়ন জমা দিয়েছেন বলে তা নিতে অস্বীকার করেন রিটার্নিং অফিসার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সিপিআইএম।
আজকের শুনানিতে উপস্থিত ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁরা চক্রান্তের শিকার বলে দাবি করেন সুজন চক্রবর্তী। যদিও এই ঘটনায় বাম রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।