অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত ভোটে ভারতের সুপ্রীম কোর্ট হস্তক্ষেপ করবে না


India Supreme Court

রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোটের আগে থেকে এরাজ্যে যে অশান্তি শুরু হয়ে গেছে তা নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। পশ্চিম বঙ্গ বিজেপির করা মামলার রায়ে আজ এ কথা জানিয়ে দিয়েছে ভারতের শীর্ষ আদালত সুপ্রীম কোর্ট।

কেন্দ্রীয় বাহিনীর আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে। কিছু বলার থাকলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে বিরোধী দলটিকে পরামর্শ দিয়েছে আদালত। প্রসংগত বলা যেতে পারে রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার আজই ছিল শেষ দিন। উল্লেখ করা যেতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ তুলে গত পাঁচই এপ্রিল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বিজেপি। অভিযোগ করে, শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র পেশ করতে দিচ্ছে না।

সর্বোচ্চ আদালতে বিচারপতি আর কে অগ্রবাল ও বিচারপতি অভয় মনোহর সাপ্রের বেঞ্চে মামলার শুনানি হয়। অশান্তি রুখতে অনলাইনে মনোনয়ন জমা থেকে প্রার্থীর নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য বিজেপি আর্জিও জানায়।এদিকে আজ সুপ্রীম কোর্ট আজ এই রায় দেওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যম কে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন --মাঠে আছি, লড়াইয়ে আছি।

তৃনমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে বলেন নির্বাচন কমিশন যেন কার কাছে নতিস্বীকার না করেই নির্বাচন পরিচালনা করেন।

এখন দেখার শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় বা রাজ্যবাসী কতখানি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে তারা তাদের ভোট দানে সামিল হতে পারেন।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG