অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলা সিনেমার একাল-সেকাল


পশ্চিমবঙ্গের কলকাতায় ২৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। সেখানে বাংলা সিনেমার একশো বছরও পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে বাংলা সিনেমার একাল ও সেকাল নিয়ে নানা তথ্য তুলে ধরেন কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন তাওহীদুল ইসলাম।

দীপংকর চক্রবর্তী-এবারের উৎসবে বিশেষ কী কী আছে, যেসব ভালো পুরাতন সিনেমা নষ্ট হয়ে গিয়েছে, সে বিষয়ে কি উদ্যোগ নেওয়া হয়েছে? টলিউডের সিনেমা বলতে তো মূলত বোঝায় বাণিজ্য ভিত্তিক সিনেমা, সেগুলো কেমন হচ্ছে? একটা সময় ছিল, যখন বাংলা সিনেমাই ছিল ভারতের সিনেমার মুখ। বাংলা ছবি মানেই ভালো ছবি, তেমনটা এখন কেন হচ্ছে না?--এসব প্রশ্নের জবাব দিয়েছেন। সেই সঙ্গে ছিল একজন নির্মাতার সাক্ষাৎকার।

please wait

No media source currently available

0:00 0:08:12 0:00

XS
SM
MD
LG