অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে নির্বাচনের আচরন বিধি লঙ্ঘিত হতে পারে


পশ্চিম বঙ্গে বিধান সভা নির্বাচনের দিন ঘোষনা হয়ে যাওয়ার কারনেই আর্দশ আচরন বিধি লঙ্ঘিত হতে পারে....এই আশঙ্কায় এরাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল আয়োজিত একের পর এক রক্তদান শিবির বাতিল হওয়ার হিড়িক লেগেছে। এই পরিস্থিতিতে চলতি মার্চ মাস থেকে আগামী মে মাস পর্যন্ত রাজনৈতিক দলগুলির রক্তদান শিবির বাতিল হতে থাকলে গ্রীষ্মের প্রবল দাবদাহের সময় রাজ্যে চরম রক্ত সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও অনেকে বলছেন নির্বাচন শান্তিপূর্ণ হোক সেটাই কাম্য। কিন্তু নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক সংঘর্ষের ফলে অনেক সময় ঠিক তখনই প্রয়োজনীয় রক্তের আকাল দেখাদেয়। রাজ্য রক্তদান আন্দোলনের সংগে যুক্ত প্রথম সারির সংগঠন ওয়েষ্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোর্নাস ফোরামের সম্পাদক অপূর্ব ঘোষের নির্বাচন কমিশনের কাছে অনুরোধ এমন কোনো মধ্য পন্থা অবলম্বন করা যায় কিনা যাতে নির্বাচন আচরন বিধিও বজায় থাকে এবং আবার জনস্বার্থও অক্ষুন্ন থাকে।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG