অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৬ জন সদস্য নির্বাচনের জন্য নির্বাচন হবে


পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৬ জন সদস্য নির্বাচনের জন্য নির্বাচন হবে। ভোটের জোরে তৃণমূল কংগ্রেসের ৫ প্রার্থীর জয় নিশ্চিত। অবশিষ্ট আসনটির জন্য সিপিএম ও কংগ্রেস জোট না বাঁধলে জয়ের সুযোগ নেই। কে হবেন সিপিএম প্রার্থী? দলের পশ্চিমবঙ্গ কমিটি চায়, প্রার্থী হোন আগের দু বার জয়ী প্রার্থী সীতারাম ইয়েচুরিই। রাজ্য কংগ্রেসও তাঁকে সমর্থন করতে রাজি। বাদ সেধেছে দলের কেরল ও ত্রিপুরা শাখা এবং কেন্দ্রীয় কমিটি। ঐ দুই রাজ্যে কংগ্রেসই সিপিএম-এর মূল শত্রু। এ ছাড়া, সাধারণত পর পর তিন বার কেউ সদস্য হন না। আবার, ইয়েচুরির বিকল্প প্রার্থী কোথায়? মনে হয়, জুনের প্রথম সপ্তাহে দলের পলিটব্যুরোর বৈঠকেই ফয়সালা হবে এই বিরোধের।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG