অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তরবঙ্গের পাহাড়ে বাহিনী প্রত্যাহারের ওপর স্থগিতাদেশ


উত্তরবঙ্গের পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। একসময় যথেষ্ট কারণ ছিল বলেই বাহিনী পাঠানো হয়েছিল। এখন উপযুক্ত কারণ না দেখিয়ে কিভাবে বাহিনী সরানো হচ্ছে, কেন্দ্রকে প্রশ্ন বিচারপতি হরিশ ট্যান্ডনের।

সাতাশে অক্টোবর পর্যন্ত বাহিনী প্রত্যাহার করা যাবে না। অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের। ভোটের জন্য বাহিনী সরানোর কেন্দ্রের যুক্তি ও আজ খারিজ করে হাইর্কোট।

উত্তর বঙ্গের অশান্ত পাহাড়ে বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যায় রাজ্য সরকার। মূল মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। এই অবস্থায় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত কেন? সেই মর্মেই মামলা দায়ের হয়। পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনীর একাংশ প্রত্যাহারের সিদ্ধান্তে গতকালই নবান্নে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দেয় বিজেপি-ও।

XS
SM
MD
LG