অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


India
India

আবেগ ও শ্রদ্ধায় গোটা বিশ্বজুড়ে পালিত হল আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনটি। সেখানে গত মধ্যরাত থেকেই কলকাতা মহানগরীর রাজপথে সাধারন মানুষ পথে নামল মশাল হাতে ভাষা শহীদ দের সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধা জানাতে-সেই সাথে আজ দিনটি যথোচিত মর্যাদায় পালিত হলকলকাতা সহ গোটা রাজ্যেই---- মধ্যরাতের আলোয় জেগে উঠল কলকাতা শহর। অসংখ্য কণ্ঠ গেয়ে উঠল, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’ কলকাতায় রাস্তায় পালিত হল ভাষা শহিদ দিবস। কোথাও জ্বলল মশাল, কোথাও রাস্তায় আলপনা। গত কাল ভারতীয় সময় রাত বারোটা বাজতেই -মধ্যকলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে মশাল নিয়ে শুরু হয় মিছিল। ভাষা ও চেতনা সমিতির আয়োজনে রাতভর চলল বাংলা নাটক, সুফি আর কীর্তনের অনুষ্ঠান। অংশ নেন বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরা। উত্তর কলকাতার বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা আলপনায় সাজিয়ে তুলেছেন দুই বাংলার পড়ুয়ারা। পাশাপাশি আজ সারাদিন ধরেই নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহরজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন সকালে কলকাতার ময়দান চত্বরে ভাষা শহিদ স্মারকে অনুষ্ঠানে যোগদান করে নানা সংগঠন ও রাজ্য মন্ত্রীসভার সদস্যরা এবং একই সাথে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কেও উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।দিনটি পালন করা হয় বর্ধমান জেলারআসানসোলেও। সেখানে কোর্ট মোড় থেকে রবীন্দ্রভবন পর্যন্ত প্রভাতফেরিতে অংশ নেন সাধারণ মানুষের সঙ্গে বহু বিশিষ্টজনও। সেই সংগে এক অনবদ্য ঐতিহ্যের সাথেই রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত অঞ্চল বনগাঁর বেনাপোল -পেট্রাপোলের নোম্যান্স ল্যান্ডে একযোগে একসাথে একই মঞ্চে দুই বাংলার বিশিষ্ট জনেরা উপস্থিত হয়ে মাতৃভাষা দিবস উদযাপনে অংশনেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক কাজে জেলা সফরে থাকলেও টুইট করে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনও করেন।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG