অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের নাম হতে যাচ্ছে 'বাংলা'


পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

বেশ কয়েক বছর ধরেই রাজ্যের নাম বদলের চেষ্টা চলছিল। তার একটি কারণ হিসেবে বলা হচ্ছিল যে, পূর্ব বঙ্গের আর অস্তিত্ব নেই তাই পশ্চিমবঙ্গ নামটা এখন অর্থহীন। এছাড়া সরকারের বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল নামটা সর্ব ভারতীয় স্তরে অনেক পরে আসে। ব দিয়ে অথবা বি দিয়ে নাম লাইনের আগের দিকে থাকবে। এজন্য বিশিষ্ট ব্যক্তিদের মত চাওয়া হয়, কিন্তু মতপার্থক্য থেকেই যায়।

গত বছর সরকার জানায়, রাজ্যের নাম বাংলা, ইংরেজি আর হিন্দিতে হবে যথাক্রমে বাংলা, বেঙ্গল ও বঙ্গাল। কিন্তু কেন্দ্র ওই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলে, সব ভাষায় এক নাম বাঞ্ছনীয়। এখন বাংলা নাম মেনে নিতে কেন্দ্রের আর আপত্তি করার কারণ থাকবে না।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00

XS
SM
MD
LG