অ্যাকসেসিবিলিটি লিংক

বাবুল সুপ্রিয় আবারো বিতর্কিত মন্তব্য করেছেন


ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় আবারো বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন।

স্থানীয় সংবাদ সংস্থার খবর আসানসোলে প্রতিবন্ধীদের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ‘সামাজিক অধিকার শিবির’ নামের ঐ অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরন করার কথা ছিল বাবুল সুপ্রিয়'র। অনুষ্ঠান মঞ্চে যখন বাবুল সুপ্রিয় বক্তব্য রাখছিলেন, তখন দর্শকদের মধ্যে থেকে এক ব্যক্তি বারবার চলাফেরা করছিলেন বলে অভিযোগ। ঐ ব্যক্তির হাঁটাচলায় নাকি বক্তব্য রাখতে অসুবিধা হচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রীর। বক্তব্য চলাকালীন ঐ ব্যক্তিকে একবার স্থির হয়ে দাঁড়ানোরও নির্দেশ দেন আসানসোলের সাংসদ। কিন্তু ঐ ব্যক্তি মন্ত্রীর কথা না শুনে ফের হাঁটাচলা শুরু করেন। আর তাতেই মেজাজ হারিয়ে বাবুল সুপ্রিয় বলে বসেন, "আপনার সমস্যা কী, আপনার এক পা ভেঙে হাতে ক্র্যাচ ধরিয়ে দেব। এরপর নড়াচড়া বন্ধ করে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন।"

এরপর বাবুল সুপ্রিয় নিজের নিরাপত্তারক্ষীদের ঐ ব্যক্তির গতিবিধির উপর নজর রাখার নির্দেশও দেন। এই ঘটনার পরই কেন্দ্রীয় মন্ত্রীর এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা।

উল্লেখ করা যেতে পারে এই প্রথম নয়, এর আগেও প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করে শিরোনামে আসেন কেন্দ্রীয় মন্ত্রী। অতি সম্প্রতি রামনবমী পরবর্তী গোষ্ঠী সংঘর্ষের পর এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন বাবুল সুপ্রিয়। তখনই সমবেত জনতাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন মন্ত্রী। বারবার এ জাতীয় বিতর্কিত মন্তব্য সাংসদের ভাবমূর্তির ক্ষতি করবে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG