অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাত্র বিক্ষোভে উত্তাল


পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বেশ কয়েকজন অধ্যাপককে লিপিকা প্রেক্ষাগৃহে রাতভর ঘেরাও করে রাখে।

ইতোমধ্যেই এই ঘটনায় কয়েকজন অধ্যাপক অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজন অধ্যাপক বিক্ষোভ ঠেলে বের হবার চেষ্টা করেন। ছাত্রছাত্রীরা বাধা দিলে, তাঁদের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ।

প্রসঙ্গত বলা যেতে পারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ফি বৃদ্ধি নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্যসহ বিশ্বভারতীর আধিকারিকরা। দীর্ঘ আলোচনার পরও কোন সিদ্ধান্ত না হওয়ায় লিপিকা প্রেক্ষাগৃহে উপাচার্য-সহ আধিকারিকদের আটকে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। আগেই পড়ুয়ারা এই দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখিয়ে একটি লিখিত জমা দিয়েছিলেন। তার পরিপেক্ষিতেই আলোচনায় বসেছিল কর্তৃপক্ষ।

উল্লেখ করা যেতে পারে বিশ্বভারতীতে ভর্তির ক্ষেত্রে চলতি বছর থেকে সাধারণ পড়ুয়াদের ফি দ্বিগুণ, সার্ক দেশের পড়ুয়াদের ফি পাঁচ গুণ ও বিদেশি পড়ুয়াদের ফি দশ গুণ বৃদ্ধি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপরেই বর্ধিত ফি কমানোর দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG