অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে ১৪ই আগষ্ট মহামিছিল অনুষ্ঠিত হবে


Ruling Left Front of West Bengal Changes Candidates List for Municipal Election
Ruling Left Front of West Bengal Changes Candidates List for Municipal Election

সম্প্রতি রাজ্যের দক্ষিন ২৪ পরগনা জেলার ক্যানিং ত্রাণ শিবিরে ধর্ষন, পূর্বমেদিনীপুর জেলার সবংয়ে ছাত্র খুন .....দিকে দিকে সাংবাদিক নিগ্রহ সহ রাজ্য জুড়ে একাধিক অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে আগামী কাল ১৪ই আগষ্ট মহামিছিল অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার রাজপথে। মধ্যকলকাতার কলেজ ষ্ট্রীট থেকে ধর্মতলা পর্যন্ত এই মহামিছিলের আয়োজন করা হয়েছে।মহামিছিলের আয়োজক কোনো রাজনৈতিক দল নয়.....সমাজবিরোধীদের দমন এবং রাজ্যে গনতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের স্ব স্ব ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যাক্তিরা একজোট হয়ে এই কর্মসূচীর উদ্যোগ নিয়েছেন...... মহামিছিলে অংশ নেওয়ার জন্য লিখিত আবেদন পত্রে আহ্বায়ক হিসেবে নাম রয়েছে লোক সভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম বিশিষ্ট চিত্র পরিচালক মৃনাল সেন তরুন মজুমদার প্রমুখ....ইতিমধ্যেই কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচীর কথা ঘোষনা করেছেন সূপ্রিম কোর্টের প্রাক্তন বিচার পতি অশোক গঙ্গোপাধ্যায়।সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বিশিষ্ট আইন জীবি অরুনাভ ঘোষ বিকাশরঞ্জন ভট্টাচার্য্য চন্দন সেন প্রমুখ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত বক্তাদের প্রত্যেকেরই বক্তব্যের তির ছিল পরিবর্তনের সরকারের বিরুদ্ধে। তবে রাজনৈতিক খুনে সবংয়ে ছাত্র তৃনমূল কংগ্রেস কর্মীর মৃত্যু ঘটনা নিয়েও তারা নিন্দা প্রকাশ করেন।

এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG