অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয়


আজ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এক দলীয় শিবিরে অংশগ্রহণ করতে যাওয়ার পথে কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয় ‌

দিলীপ ঘোষের অভিযোগ স্থানীয় তৃণমূল সাংসদের চক্রান্তেই তার গাড়ির ওপর এ হামলা হয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি বিজেপির দলীয় কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকালে এই ঘটনায় আহত হন কয়েক জন বিজেপি কর্মী-সমর্থকও। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

যদিও বিজেপি সূত্রে খবর, এ দিন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সংহতি হলে বিজেপি-র সভা ছিল। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই হলের উল্টো দিকেই তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, বিজেপি সভাপতির গাড়ি দেখেই কালো পতাকা দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এর পরেই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশে গালিগালাজ করেন। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখনই ভাঙচুর চালানো হয় দিলীপ ঘোষের গাড়িতে। ভাঙচুর চলে বিজেপি কর্মী-সমর্থকদের আরও প্রায় পনেরোটি গা়ড়িতেও। এই ঘটনায় তাদের সাত জন কর্মী আহত হয়েছেন বলে দাবি জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি। ঘটনার পরেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজেই সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন যে ,তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেই সাথে বেশ কিছু সময় ধরে চলে ইট বৃষ্টি । একাধিক বিজেপির দলীয় কর্মকর্তাকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন‌। এদিন অভিযোগ করার সময় দিলীপ ঘোষ নাম না করেই অভিযোগের নিশানা করেন কাঁথির তৃণমূল কংগ্রেসের সাংসদ এর দিকেই।

please wait

No media source currently available

0:00 0:01:16 0:00

XS
SM
MD
LG