বিশ্বকাপ ক্রিকেটে শনিবার দুটি খেলা ছিল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে।
বল হাতে লঙ্কানদের ১৩৬ রানে গুটিয়ে দেয় উইলিয়ামস বাহিনী। জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যে পৌঁছতে নিউজিল্যান্ডকে হারাতে হয়নি কোন উইকেট। ওভার খেলতে হয়েছে মাত্র ১৬.১টি।
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ২০৭ রান করে আফগানিস্তান। জয়ের জন্য খেলতে নেমে অস্ট্রেলিয়া ৩৪.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৭ উইকেটের বড় জয় পায়।
এই খেলা দুটির বিশ্লেষণ জানতে ওয়াশিংটন স্টুডিও থেকে তাওহীদুল ইসলাম কথা বলেন বাংলাদেশে যমুনা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক সালাহউদ্দীন সুমনের সঙ্গে।