যুক্তরাজ্যে চলছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯। কেমন হচ্ছে এবারের বিশ্বকাপ ক্রিকেট, কারা শিরোপা নিতে পারেন, নিয়ম-কানুনে নতুনত্ব কি রয়েছে, এশিয়ার দলগুলোর দক্ষতা ও দুর্বলতা- এমন নানা বিষয়ে জানতেই আমাদের আজকের আলাপন।
আর আজকের আলাপনে অতিথি হিসাবে ছিলেন- বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুন নুর রবিন, ভারত থেকে ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে যমুনা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক মানজুর মোর্শেদ। এছাড়া লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হযেছিলেন এনটিভি'র সিনিয়র করেসপন্ডেট সুব্রত ববি। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।