অ্যাকসেসিবিলিটি লিংক

পুজোর ক’দিন বৃষ্টির আশঙ্কা ভারতের পশ্চিমবঙ্গে


আসন্ন শারদ উৎসবে পুজোর ক’দিন বৃষ্টির আশঙ্কা ভারতের পশ্চিমবঙ্গে। তবে যষ্ঠী থেকে অষ্টমী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী ১৯ অক্টোবর (সোমবার) মধ্য-বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে থাকলেও, প্রভাব পড়বে এ রাজ্যেও। নিম্নচাপের কারনে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপকূল এলাকা থেকে প্রবেশ করবে রাজ্যে। তার কারনেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে কলকাতার আবহাওয়া -অফিস।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “নিম্নচাপের অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে। ২১ থেকে ২৬ অক্টোবর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।”

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00


XS
SM
MD
LG