ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম ডবলুইএফ এর ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদনে
বাংলাদেশেরে মানব সম্পদ উন্নয়নের সূচক গত বছরেরে তুলনায় এক একধাপ
এগিয়েছে ।
বিশ্বের ১৩০ টি দেশের ওপর চালান ডবলুইএফ এর এক জরিপে দেখা গেছে এ
বছরেরে প্রতিবেদনে বাংলাদেশেরে অবস্থান দাঁড়িয়েছে ১০৪ তমতে যা আগের বছর
ছিল ১০৫ তম ।
তবে প্রতিবেদনে দেয়া তথ্য মোতাবেক দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের অবস্থান
ভারত, পাকিস্তান ও নেপালের উপরে রয়েছে । অন্যদিকে শ্রীলংকার ও ভুটানের
অবস্থান বাংলাদেশের উপরে রয়েছে। দক্ষিণ এশিয়ায় শ্রীলংকার সূচক সবার উপরে
রয়েছে যা ৫০ তম এবং ভুটানের অবস্থান ৯১ তম ।
সুচকে বিশ্বের মধ্যে সবার উপরে অবস্থান করেছে ফিনল্যান্ড । এর পরই রয়েছে
নরওয়ে, জাপান, সুইডেন, নিউজিল্যান্ড এবং ডেনমার্ক।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।