অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশেরে মানব সম্পদ উন্নয়নের সূচক একধাপ এগিয়েছে


ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম ডবলুইএফ এর ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদনে
বাংলাদেশেরে মানব সম্পদ উন্নয়নের সূচক গত বছরেরে তুলনায় এক একধাপ
এগিয়েছে ।

বিশ্বের ১৩০ টি দেশের ওপর চালান ডবলুইএফ এর এক জরিপে দেখা গেছে এ
বছরেরে প্রতিবেদনে বাংলাদেশেরে অবস্থান দাঁড়িয়েছে ১০৪ তমতে যা আগের বছর
ছিল ১০৫ তম ।

তবে প্রতিবেদনে দেয়া তথ্য মোতাবেক দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের অবস্থান
ভারত, পাকিস্তান ও নেপালের উপরে রয়েছে । অন্যদিকে শ্রীলংকার ও ভুটানের
অবস্থান বাংলাদেশের উপরে রয়েছে। দক্ষিণ এশিয়ায় শ্রীলংকার সূচক সবার উপরে
রয়েছে যা ৫০ তম এবং ভুটানের অবস্থান ৯১ তম ।

সুচকে বিশ্বের মধ্যে সবার উপরে অবস্থান করেছে ফিনল্যান্ড । এর পরই রয়েছে
নরওয়ে, জাপান, সুইডেন, নিউজিল্যান্ড এবং ডেনমার্ক।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG