অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম আফ্রিকায় ইবোলার সংক্রম বেড়েই চলেছে


পশ্চিম আফ্রিকার ইবোলা রোগের প্রাদুর্ভাব মৃতের সংখ্যা বেড়েই চলেছে । ঐ অঞ্চলের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমসীম খাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে ইবোলায় এ পর্যন্ত ৪৬৭ জন প্রাণ হারিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়ায় ৭৫৯ জনের নিশ্চিত কিংবা সন্দেহজনক আক্রান্ত হবার কথা বলেছেন । লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ সেখানে সর্বসাধারণের জন্যে জরুরী অবস্থা ঘোষণা করেছেন।

তিনি সতর্ক করে দিয়েছেন যে ইবোলা রোগিকে কেউ বাড়িতে কিংবা উপাসনালয়ে লুকিয়ে রাখলে তাকে শাস্তি দেওয়া হবে।

WHO বলছে যে তথাকথিত পুরোনো বিশ্বাসের কারণেই এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

১১টি আফ্রিকী রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রীরা এই রোগ নিয়ন্ত্রণের ব্যাপারে বুধবার ঘানায় দু দিনের একটি বৈঠকে মিলিত হচ্ছেন।

এই রোগে যে কোন একটি অঙ্গ অচল হয়ে যেতে পারে। এর কোন চিকিৎসা জানা নেই।

XS
SM
MD
LG