অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব নিযুক্ত হয়েছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়


আলাপন বন্দ্যোপাধ্যায়
আলাপন বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে আসছে বছরের ভোটকে নজরে রেখে রাজ্যের নতুন মুখ্যসচিব নিযুক্ত হয়েছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এখনকার মুখ্যসচিব রাজীব সিনহা ৩০শে সেপ্টেম্বর অবসর গ্রহণ করছেন। আলাপন বন্দ্যোপাধ্যায় নতুন দায়িত্ব নিচ্ছেন পয়লা অক্টোবর থেকে। বর্তমানে পদমর্যাদায় তিনি অতিরিক্ত মুখ্যসচিব। স্বরাষ্ট্রদপ্তর ছাড়াও তথ্যদপ্তরের সচিবের দায়িত্বও পালন করেন তিনি। বেশ কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল যে আলাপনবাবুই পরবর্তী মুখ্যসচিব হবেন। কারণ আগামী বছর পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন, যেখানে তৃণমূলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি‌। এই অবস্থায় প্রশাসনিক দিক থেকে যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন কাউকেই মুখ্যমন্ত্রী মুখ্যসচিবের পদে চাইছিলেন এবং সে দিক থেকে আলাপন তাঁর সবচেয়ে বিশ্বস্ত আমলা হিসেবে পরিচিত। এর আগে বহু গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব পদে ছিলেন তিনি, যথেষ্ট যোগ্যতার সঙ্গে কাজ করেছেন‌। তবে প্রথম জীবন শুরু করেছিলেন কিন্তু সাংবাদিক হিসেবে, আনন্দবাজার পত্রিকায়। ওঁর সঙ্গে সঙ্গে রাজ্যের অন্যান্য প্রশাসনিক পদগুলোতেও বেশ রদবদল হয়েছে স্বাভাবিকভাবেই। যেমন স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে এসেছেন এইচ কে দ্বিবেদী যিনি অর্থসচিব ছিলেন, অর্থসচিবের দায়িত্ব পেয়েছেন মনোজ পন্থ। রাজীব সিনহা মুখ্যসচিব হিসেবে অবসর নিলেও তাঁকে আগামী তিন বছরের জন্য রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে।


XS
SM
MD
LG