অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে নজরদারি চালাচ্ছে পুলিস ও কেন্দ্রীয় বাহিনী


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে লাগোয়া রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে নজরদারি চালাচ্ছে পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। সীমানা দিয়ে অস্ত্রশস্ত্র বা টাকা যাতে ঢুকতে না পারে, কমিশনের নির্দেশে তা নিশ্চিত করা হচ্ছে বলেই খবর। ইতিমধ্যেই ভিডিয়োর মাধ্যমে রাজ্যের মুখ্যসচিব, ডিজি এবং পাঁচ জেলার ডিজি ও এসপি-দের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ওই বৈঠকের পর বাংলার সীমানায় বাড়ানো হয় নজরদারি। রাজ্যজুড়ে ৫০টির বেশি চেক পয়েন্টে তটস্থ প্রশাসন।

অর্থ, অস্ত্র, মদ বা ভিন রাজ্যের দুষ্কৃতীরা যাতে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে চাইছে কমিশন।ভোটে হিংসা রুখতে কঠোর পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের লক্ষ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথগুলিতে গন্ডগোল ঠেকাতে ৫০% বুথে চলবে ওয়েব কাস্টিং। থাকবে সিসিটিভি। ঘুরবেন মাইক্রো অবজার্ভাররা বলেই খবর।

XS
SM
MD
LG