অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে নির্বাচনে হিংসামুক্ত ভোট করাতে সবরকম চ্যালেঞ্জ নিতে তৈরি নির্বাচন কমিশন


পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে হিংসামুক্ত ভোট করাতে নির্বাচন কমিশন সবরকম চ্যালেঞ্জ নিতে তৈরি। কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণে শুধুমাত্র রাজ্য পুলিশ নয়, এবার কেন্দ্রের সঙ্গে যৌথ সমন্বয়ের ভাবনা রয়েছে। জানিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। শুধু তাই নয় এবার ভোটের কাজে গ্রিন পুলিশ বা সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা হবে না, তাও স্পষ্ট করল কমিশন।কেন্দ্রীয় বাহিনী এলেও, বহুক্ষেত্রেই তাদের ঠিকমতো ব্যবহার করা হয় না বলেও ভুরি ভুরি অভিযোগ ওঠে।বাহিনীর নিয়ন্ত্রণ শুধুমাত্র রাজ্য পুলিশের ভূমিকা থাকাতেই, গোড়ায় গলদ বলে দাবি বিরোধীদের।

এই প্রেক্ষাপটে অতীতের অভিজ্ঞতা নিয়ে আটঘাট বেঁধে আসরে নামতে চলেছে নির্বাচন কমিশন।নির্বিঘ্নে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন করাতে ভোটের আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। দু’-তিনমাস আগে না হলেও, যথাসময়ে বাহিনী আসবে বলে আশ্বস্ত করা হয়েছে। বলা হয়েছে, বাহিনী নিয়ন্ত্রণে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করবে রাজ্য পুলিশ।মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, কেন্দ্রের কাছে অপর্যাপ্ত বাহিনী নেই, তবে যতটা সম্ভব বাহিনী পাঠানো হবে, বাহিনীর নিয়ন্ত্রণ এবার আর শুধু রাজ্য পুলিশের হাতে থাকবে না, কেন্দ্রের সঙ্গে যৌথ সমন্বয় রেখে কাজ করবে বাহিনী।

XS
SM
MD
LG