অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের তিনটি জেলার একত্রিশটি আসনে -অসমের একষট্টি আসনে সোমবার ভোট হলো


পশ্চিমবঙ্গের প্রথম দফার দ্বিতীয় দিনে রাজ্যের তিনটি জেলার একত্রিশটি আসনে আজ ভোট গ্রহন সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যনুযায়ী ভোট পড়ল গড়ে সত্তর শতাংশের কিছু বেশী ।ভোট গ্রহন কে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির পাওয়া গেছে পঃমেদিনীপুর জেলার পিংলা সবং এবং কেশপুরে, বর্ধমান জেলার নারায়ন গড় এবং জামুড়িয়া ও বাঁকুড়া জেলার সোনামুখী সহ বেশকিছু এলাকায়। কংগ্রেস নেতা অধীর চৌধুরী এদিনের ভোট প্রসঙ্গে বলেছেন ভোট গ্রহন প্রহসনে পরিনত হয়েছে। বিজেপির পক্ষথেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে কোথাও কোথাও ডিএম এসপি রা ও কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় থেকেছে। এদিকে আজকের অসমের দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহনে একষট্টি টি আসনে সরকারী সূত্রের খবর অনুযায়ী ভোট পড়েছে পচাত্তর শতাংশের কিছু বেশী যদিও পরবর্তী এই শতাংশ কিছুটা বাড়তেও পারে বলে জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার । সমস্ত জায়গাতেই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন ছিল।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG