কোভিড-বিধি মেনে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তবে, ভোটের ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী-প্রার্থীদের পা পড়তেই সে বিধি শিকেয় উঠেছে প্রায়। নির্বাচনের আর পাঁচটা নিয়ম-বিধির সঙ্গে কোভিড-সচেতনতা কার্যকর করতে তাই বাড়তি সতর্কতা নিতে হচ্ছে কমিশন-কর্তাদের। ভোটের পাঁচমিশেলি ঝক্কির সঙ্গে ক্রমশ চোখ রাঙানো করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউ সামাল দেওয়াও এখন কমিশনের চ্যালেঞ্জ।বিহার বিধানসভা নির্বাচন হয়েছিল কোভিড-আবহে। সেখানেও ভোটের আগে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রক কোভিড-বিধি স্থির করে দিয়েছিল। তা মেনেই ভোট হয়েছিল বিহারে।
এ রাজ্যের ক্ষেত্রেও একই নির্দেশিকা কার্যকর রয়েছে বটে, কিন্তু তা কতটা সামাল দেওয়া যাবে, কিংবা তাকে মান্যতাই বা দেওয়া হচ্ছে কতটা— প্রশ্ন উঠে গিয়েছে তা নিয়েই।মন্ত্রকের স্থির করে দেওয়া এই বিধি দু’ভাগে বিভক্ত। সে ক্ষেত্রে প্রথম দায়, অর্থাৎ বিধি লাগু করার দায় যদি হয় প্রশাসনিক কর্তাদের তা হলে অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে, বিভিন্ন রাজনৈতিক দলগুলিরও সেই বিধি মেনে চলার কিছু নির্দিষ্ট দায় রয়েছে। বিধি কার্যকর করার প্রশ্নে, কমিশনের চেষ্টার বিরাম নেই ঠিকই, তবে রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে তা কতটা মেনে চলা হচ্ছে তা নিয়ে কমিশনের অন্দরে প্রশ্ন থেকেই যাচ্ছে।