অ্যাকসেসিবিলিটি লিংক

ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ


এবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ। প্রবল ঘূর্ণিঝড় তাকতে ভারতের পশ্চিম ও দক্ষিণ উপকূল তছনছ করে শক্তি হারিয়ে এখন রাজস্থান, হরিয়ানা ও দিল্লি বৃষ্টিতে ভাসাচ্ছে। কিন্তু ইতিমধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার নাম রাখা হয়েছে যশ। মে মাসের ২৩ থেকে ২৭ তারিখের মধ্যে সেটি পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং ওড়িশা উপকূলে হানা দিয়ে কিছুটা শক্তি হারিয়ে বাংলাদেশের দিকে চলে যাওয়ার কথা রয়েছে।

ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে পশ্চিমবঙ্গ
please wait

No media source currently available

0:00 0:01:04 0:00
সরাসরি লিংক


তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের এই ঘোষণার পরে আজই পশ্চিমবঙ্গ সরকার সব রকম নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। সাধারণত ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই দুটি জেলায় পুরোদমে আশ্রয় শিবির বানানো হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা রাখা হচ্ছে এবং অপেক্ষা করা হচ্ছে পরবর্তী পর্যায়ে আবহাওয়া দপ্তর কী বলে তার জন্য।

XS
SM
MD
LG